রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৩:২২

পূর্ণ কোরআন টাইপ মেশিনের মতো সুন্দর করে হাতে লিখলেন এক তরুণী

পূর্ণ কোরআন টাইপ মেশিনের মতো সুন্দর করে হাতে লিখলেন এক তরুণী

ইসলাম ডেস্ক: মানুষের হাতের লেখা কতটা সুন্দর হতে পারে, যেটা না দেখলে অনুমান করা যাবে না। সম্প্রতি টাইপ মেসিনের মতো করে নিজ হাতে পূর্ণ কোরআন লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণী।


মরিয়ম আতাই নামের আফগানিস্তানের ওই তরুণী সম্প্রতি নিজ হাতে লিখে শেষ করেছেন পূর্ণ একটি কোরআন। অসাধারণ হাতের লেখায় ১৯ বছর বয়সী এই তরুণী এতে সময় নেন প্রায় তিন বছর।

এ প্রসঙ্গে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাসিন্দা মরিয়ম জানান, এই কাজ শেষ হয়েছে চলতি রমজান মাসের কয়েকদিন আগে। টুকটাক কিছু কাজ এখনও বাকী। অচিরেই এটা স্থানীয় কোনো প্রদশর্নীতে দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে