মরিয়ম আতাই নামের আফগানিস্তানের ওই তরুণী সম্প্রতি নিজ হাতে লিখে শেষ করেছেন পূর্ণ একটি কোরআন। অসাধারণ হাতের লেখায় ১৯ বছর বয়সী এই তরুণী এতে সময় নেন প্রায় তিন বছর।
এ প্রসঙ্গে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাসিন্দা মরিয়ম জানান, এই কাজ শেষ হয়েছে চলতি রমজান মাসের কয়েকদিন আগে। টুকটাক কিছু কাজ এখনও বাকী। অচিরেই এটা স্থানীয় কোনো প্রদশর্নীতে দেখা যাবে।