ইসলামী ডেস্ক: বিশ্বের তৃতীয় বৃহত্তর মসজিদ হচ্ছে সৌদি আরবের মসজিদে নববী। মসজিদে নববী’র শাব্দিক অর্থ হলো নবীর মসজিদ। মদীনায় হিজরতের পর নবী করিম হযরত মুহাম্মদ (সা:) এ মসজিদ নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ করতে ৭ মাস সময় লেগেছিল। এই মসজিদের অভ্যন্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর রওজা সমাধিস্থল অবস্থিত। মহানবীর (সা:) র রওজার দু’পাশে রয়েছে হযরত আবুবকর (রা:) ও হযরত উসমান (রা:)-এর কবর।
গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে ছিল পবিত্র রমজান মাসের শেষ দিন। বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাতে মসজিদে নববী থেকে তোলা ছবি। আরব নিউজ
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/