রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৬:২৪

কদরের রাতে এই দোয়াটি আমল করলে মাফ হবে ৮০ বছরের গুনাহ

কদরের রাতে এই দোয়াটি আমল করলে মাফ হবে ৮০ বছরের গুনাহ

ইসলাম ডেস্ক:  হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। মহিমান্বিত এই রজনীতে মহান আল্লাহ তায়ালা বান্দাকে মাফ করার জন্য শেষ আসমানে নেমে আসেন। আর পৃথিবীর জমিনে বান্দারা তার গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের দরবারের ফরিয়াদ করতে থাকেন।


হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রজনীতে ছোট্ট একটি দোয়া যেটা পাঠ করে আমল করলে আল্লাহ পাক ওই বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ।  

হাদিস শরিফে বর্ণিত ওই দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’।
 
অপরদিকে, জুমার দিন এই দরুদ শরিফখানা পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়।
হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এই দরুদ পড়বে, তার কাছে গোনাহ্ আসার সাহস পাবে না। কারণ তার গুনাহগুলো একের পর এক মাফ হতেই থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে