ইসলাম ডেস্ক: ৮০ বছরের দৃষ্টিপ্রতিবন্ধী শায়খ হাসিনা আহমেদ মোহাম্মাদিন আব্দুল ফাত্তাহ আল-রাবিয়ি। দীর্ঘ ৬০ বছর ধরে ঐশীগ্রন্থ কুরআনুল কারিমের খেদমতে নিয়োজিত। শিশুকালেই দৃষ্টি হারান। ১০ বছর বয়সে কুরআন শেখা শুরু করেন এবং কুরআন মুখস্ত করেন।
মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দিকিরনিসের কাফর আব্দুল মুমিন অঞ্চলে বসবাসকারী এ প্রবীণ নারী বাল্যকালেই তার দৃষ্টিশক্তি হারান। চোখে দেখার ক্ষমতা হারালেও মনোবল হারাননি তিনি।
দৃষ্টিপ্রতিবন্ধী হাসিনা স্থানীয় ৫০টি গ্রামে দীর্ঘ ৬০ বছর ধরে স্থানীয় শিশুদের পবিত্র কুরআনুল কারিম শেখানো ও মুখস্ত করানোর খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। ভাইয়ের সঙ্গে পবিত্র হজ পালন করাই কুরআন মুখস্ত করা অন্ধ শায়খ হাসিনা আহমদের শেষ ইচ্ছা।
শিশু বয়সে দৃষ্টিশক্তি হারানোর পর তিনি হৃদয়ে কুরআনুল কারিম শেখার প্রবল আগ্রহ লাভ করেন। প্রবল আগ্রহের কারণেই তিনি কুরআনুল কারিম মুখস্ত করতে সক্ষম হন।