শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৯:১২:১০

চাঁদ দেখার সময়ানুযায়ী ১০ আগস্ট পবিত্র হজ

চাঁদ দেখার সময়ানুযায়ী ১০ আগস্ট পবিত্র হজ

ইসলাম ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সে হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ আগস্ট উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (১ আগস্ট) সৌদি আরবের সর্বোচ্চ আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

হজ পালনের উদ্দেশ্যে আগামী ১০ আগস্ট মক্কা নগরীর আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ সমবেত হবেন। ১১ আগস্ট পশু কোরবানির মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

পহেলা জিলহজ্ব থেকে সাতদিন পর মিনায় অবস্থানের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিরা পালন করবেন হজের আনুষ্ঠানিকতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে