শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৫:৩২:৪৮

১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণের উদ্যোগ

১ লাখ ২০ হাজার কপি কোরআন বিতরণের উদ্যোগ

ইসলাম ডেস্ক: আসন্ন হজে এক লাখ ২০ হাজার কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়। আরাফা ও মিনায় কোরআনের এসব কপি বিতরণ করা হবে। এ ছাড়া মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববীতে আগের মতো বিনা মূল্যে কোরআন সংগ্রহের সুযোগ থাকবে। সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল আতিফ বিন আবদুল আজিজ আশ শায়খ এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য মানুষের ভেতর আল্লাহর বাণী প্রচার করা এবং হজের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা। 

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াহ ওয়াল ইরশাদ বিভাগের পরিচালক সালিম বিন হাজ আল খামেরি বলেন, ‘আরাফার ময়দানে হাজিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আশা করছি, হাজিরা যথাযথভাবে তাঁদের হজব্রত পালন করতে পারবেন।

উল্লেখ্য, ৮ জিলহজ মিনা গমনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখান থেকে হাজিরা ৯ জিলহজ আরাফা ও মুজদালিফায় যান। ৯ জিলহজ সূর্যাস্তের পর মিনায় ফিরে আসেন। হজ সম্পন্ন করার জন্য এই তিন পবিত্র স্থান গমন করা অপরিহার্য। সূত্র : আল আইন ডটকম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে