শনিবার, ০৩ আগস্ট, ২০১৯, ১২:৩৮:৫২

হিজাব পরে ঘোড়দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিলেন খাদিজা

হিজাব পরে ঘোড়দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিলেন খাদিজা

আন্তর্জাতিক ডেস্ক : শখের বশে ঘোড়ায় চড়া। আর তা থেকেই জাতীয় রেকর্ড! বিস্ময়কর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অসুস্থতার জন্যে দীর্ঘ চার মাস ঘোড়ায় সা চড়লে খাদিজা মেল্লাহ তার প্রত্যাবর্তনের গল্পটা দারুণভাবেই লিখেছেন। রেসে ফিরেই যুক্তরাজ্যের প্রথম নারী হিসেবে গড়েছেন অনন্য রেকর্ড। 

দেশটির প্রথম নারী হিসেবে হিজাব পরে ঘোড়দৌড় প্রতিযোগীতায় প্রথম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গ্লোরিয়াস গুডউডে ম্যাগনোলিয়া কাপে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী খাদিজা।

প্রথম নারী হিসেবে হিজাব পরে প্রতিযোগিতা শুরুর এক মিনিট পরেই ৭ নাম্বার ঘোড়ার পিঠে বসে তিনি সাড়ে পাঁচ ফার্লং (মাইল) দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হন। ১২ জন প্রতিযোগির মধ্যে খাদিজা ছিলেন সবচেয়ে ছোট। প্রতিযোগিতায় তিনি হারিয়ে দিয়েছেন অলিম্পিক সাইক্লিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া পেন্ডলেটনের মতো তারকাকে।

খাদিজা এখনও ছাত্রী এবং অপেশাদার ঘৌড়দৌড়বাজ। তিনি দক্ষিণ লন্ডনের পেসকামে বাস করেন এবং বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। শখের বসে তিনি ব্রিক্সটনের এবোনি হর্স ক্লাবে ঘৌড়দৌড় শিখছেন। আর রেসে নেমেই দেখিয়েছেন নিজের ক্যারিশমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে