ইসলাম ডেস্ক : মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফ। আর চাঁদ হলো সুন্দরের তুলনা ও সুন্দরের প্রতীক। গতকাল ২৬ নভেম্বর (সোমবার) ভোর রাতে দুনিয়ার সবচেয়ে মর্যাদার স্থান পবিত্র কাবা শরিফ এবং শান্তির প্রতীক চাঁদ-এর সরাসরি মিলন স্থাপিত হয়। সৌদি গ্যাজেট এ তথ্য নিশ্চিত করেছে।
পবিত্র নগরী মক্কার অধিবাসীসহ সেখানে অবস্থানরত মুসলিম উম্মাহ অভাবনীয় ও সম্পূর্ণ ব্যতিক্রম এ দৃশ্য অবলোকন করলো। আলহামদুলিল্লাহ, সোমবার ভোরে চাঁদ একেবারেই ঠিক কাবাঘরের ওপরে এসেছিল।
আলোকচিত্র শিল্পীর ক্যামেরায় সে দৃশ্য ওঠে এসেছে। গ্রান্ড মসজিদ বাইতুল হারামের দুই মিনার ও কাবাঘরের ঠিক ওপরে আকাশে চাঁদটি খাঁড়াভাবে অবস্থান করছিলো। উল্লেখ্য যে, সূর্য প্রতি বছর ২ বার ঠিক কাবা ঘরের ওপরে অবস্থান করে।