ইসলাম ডেস্ক: অস্কার বিজয়ী প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সুরকার এ. আর. রহমান তার জীবনের সকল সফলতার পেছনে ইসলামের অনুপ্রেরণা রয়েছে বলে মন্তব্য করেছেন। ইসলাম যেভাবে তার জীবনে সফলতা এনেছেন ঠিক একইভাবে কি অন্যদের জীবনেও আনতে সক্ষম কিনা, তাকে প্রায়শই এমন অনেক রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয় বলে তিনি জানিয়েছেন। সফল এই সঙ্গীতজ্ঞের জীবনী নিয়ে লিখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘Notes of a Dream: The Authorized Biography of AR Rahman’ নামক এ. আর. রহমানের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি ধর্মান্তরিত হওয়া বা না হওয়ার মত কোনো বিষয় নয়। আপনি কি সঠিক দিক খুঁজে পেয়েছেন কিনা, সঠিক দিকে চলতে পারছেন কিনা, এটি ঠিক এমন ব্যাপার।
সুতরাং আমার দিক থেকে আমি এবং আমার মা আধ্যাত্মিক শিক্ষকদের, সুফি শিক্ষকদের নিকট থেকে এমন কিছু পেয়েছি যা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এটিই সেই বিশ্বাস যা আমরা গ্রহণ করেছি এবং এখনো ধারণ করে চলেছি।’
এই বিখ্যাত সঙ্গীতজ্ঞ আরো বলেন, ‘ইসলাম আমাকে অনেক ভুল থেকে রক্ষা করেছে কারণ প্রত্যেক সালাতের পরে আমার মনে আসে যে, আমাকে পরবর্তী সালাতও আদায় করতে হবে আর এভাবেই আমি ক্ষতিকর আচরণ থেকে বেঁচে থাকি।’
তার জীবনী গ্রন্থ নিয়ে বলতে গিয়ে সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তি বলেন, ‘আমার এই জীবনী গ্রন্থটি আমার জন্য একটি ভ্রমণের মত যা আমাকে আমার জীবনের এমন অনেক দিকে নিয়ে গিয়েছে যেগুলো আমি দীর্ঘ সময় ধরে বুকে লালন করেছি। কৃষ্ণা ত্রিলোকের (এ.আর. রহমানের জীবনী গ্রন্থের লেখক) সাথে আমার অর্থবহ আলোচনার ফলে আমার জীবনের অনেক ব্যক্তিগত এবং বৈচিত্র্যপূর্ণ দিক উঠে এসেছে যা ইতোপূর্বে অনেকেই জানতো না।’
সূত্রঃ সামা ডট টিভি।