শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০১:৩৬:১৯

আল্লাহর বিধান মেনে চলা-মানুষের মনে রাখা জরুরি

আল্লাহর বিধান মেনে চলা-মানুষের মনে রাখা জরুরি

ইসলাম ডেস্ক: সব সময় আল্লাহকে ভয় করে চলা।  আল্লাহর ভয়ে নিজেকে হাফিজ তথা বিশুদ্ধ রাখা। আল্লাহর বিধান মেনে চলা। বেদায়াতমুক্ত হয়ে সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করা। বেশি বেশি তাওবা-ইসতেগফার করা। সকাল-সন্ধ্যা সাইয়েদুল ইসতেগফার পড়া। ভালোবাসার সঙ্গে দয়াময় আল্লাহকে ভয় করা এবং একনিষ্ঠ অন্তর নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা।

তবে ই আল্লাহ বান্দাকে দান করবেন তার দিদার ও চিরস্থায়ী বাসস্থান জান্নাত। পাবে জান্নাতের সব নেয়ামত। যে কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা- ‘তোমরা সেখানে শান্তিতে প্রবেশ কর এবং এটিই চিরকালের আবাসস্থলে প্রবেশের দিন। জান্নাতে যা তাদের মনে চায় সব পাবে এবং আল্লাহর কাছে আছে আরো বেশি।’ (সুরা ক্বাফ : আয়াত ৩৪-৩৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করার মাধ্যমে তার নৈকট্য ও জান্নাত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে