শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০১:৩৮:২৩

জান্নাত লাভের ছোট্ট একটি গুণ হলো প্রকাশ্যে-অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা

জান্নাত লাভের ছোট্ট একটি গুণ হলো প্রকাশ্যে-অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা

ইসলাম ডেস্ক: জান্নাত মুমিনের অতিরিক্ত পুরস্কার। মুমিনের আসল প্রতিদান হলো মহান আল্লাহর সান্নিধ্য বা দিদার। যে ব্যক্তি বা যাদের সঙ্গে মহান আল্লাহর দিদার হবে কিংবা যে মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করবে তার জন্য ‘জান্নাত’ অতিরিক্ত পুরস্কার মাত্র। জান্নাত লাভের ছোট্ট একটি গুণ হলো প্রকাশ্যে-অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করা।

আল্লাহ প্রেমিক অনেককেই বলতে শোনা যায় যে, আমি সে জান্নাতে যেতে চাই না যেখানে মিলবে না আল্লাহর দিদার বরং আমার জন্য সে জাহান্নামই শ্রেষ্ঠ যেখানে থাকবে মহান আল্লাহর সান্নিধ্য বা দিদার।’

মুমিন ব্যক্তি যখনই নিজেকে আল্লাহর প্রেমে একাকার করে দিতে পারবে তখনই তার জন্য পরকালের সব কাজ সহজ হয়ে যাবে। চিরস্থায়ী বসবাসের স্থান জান্নাত হয়ে যাবে সুনিশ্চিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে