ইসলাম ডেস্ক: মসজিদে আকসায় ফিলিস্তিনিদের হিজরি নববর্ষ ১৪৪১ উদযাপন। হিজরি নববর্ষের মুহররমের প্রথম দিন আজ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী হিজরি বছরের প্রথম দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের জন্য মহান আল্লাহর নির্দেশে প্রিয় জন্মভূমি মক্কা মুকাররমা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন তখন থেকেই হিজরি (আরবি) বছরের গণনা শুরু হয়। পবিত্র হিজরতের সঙ্গে সম্পর্কিত বিধায় আরবি এ সালকে হিজরি সাল বলা হয়।
বাংলাদেশে রোববার হিজরি সাল শুরু হলেও আরববিশ্বে একদিন আগেই শুরু হয়েছে হিজরি বর্ষ। এ উপলক্ষ্যে মুসলমানদের প্রথম কেবলা ও অসংখ্য নবি-রাসুলের আবাদকৃত মসজিদ বিখ্যাত মসজিদুল আকসায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৪৪১ হিজরি নববর্ষ।
ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সির তথ্য মতে, ‘ইসরাইল অধিকৃত জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আল আকসা প্রাঙ্গনে নববর্ষ উদযাপন করতে জমায়েত হন শতশত ফিলিস্তিনি মুসলিম।
মসজিদে আকসা চত্ত্বরের এ সমাবেশে ধর্মীয় আলোচনা, স্মৃতিচারণ, দোয়া, ইসলামি নাশিদ ও হামত-নাতের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেন তারা। অনুষ্ঠান শেষে জেরুজালেম, পশ্চিমতীর এবং অন্যান্য অঞ্চল থেকে সমাগত মুসল্লিদের মাঝে মিষ্টান্নও বিতরণ করা হয়।
হিজরি নববর্ষ উদযাপনব অনুষ্ঠানে আলোচনা পেশ করেন, আল কুদস ও ফিলিস্তিনি অঞ্চলের গ্রান্ড মুফতী শায়খ মুহাম্মাদ হুসাইন। তিনি বলেন, ‘বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের স্মৃতিচারণার দিনে বিশ্ব-মুসলিম আজ নিজেদের ও ইসলামের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিরাট সংগ্রামের মধ্যে অবস্থান করছে। এই সংগ্রামকে তিনি ‘বড় পাথর’হিসেবে আখ্যায়িত করেন।