ইসলাম ডেস্ক : পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের ৯ বছরের এক বালকের কৃতিত্বে মুগ্ধ হয়েছে সবাই। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের বালকটি তৃতীয় স্থান লাভ করে। তার চেয়ে অনেক বয়স্ক ছাত্রদের হারিয়ে সে বিজয়ী হয়েছে।
মোহাম্মদ আমির নামের এই বালকটির বাবা স্থানীয় এক মসজিদের ইমাম। ছেলের কৃতিত্বে স্বাভাবিকভাবেই গর্বিত বাবা। পুরস্কার হিসেবে সে পেয়েছে ৯ হাজার রিয়াল আর একটি প্রশংসাপত্র।
মোহাম্মদ রইস বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমার ছেলে কোরআন তেলায়াতে তৃতীয় স্থান পেয়েছে। ২৯ জুন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতাটি খুব সহজ ছিল না। প্রায় দুই হাজার প্রতিযোগী এতে অংশ নেয়। সারা বিশ্ব থেকে তারা এসেছিল।
আমির স্থানীয় এক মাদরাসার ছাত্র। সে সাত বছর বয়স থেকে কোরআন হেফজ শুরু করে। ১৮ মাসে তার হেফজ শেষ হয়ে যায়।
এখন স্থানীয় জনসাধারণ তার ফেরার অপেক্ষায় রয়েছে। এ বিরল কৃতিত্বের জন্য জনসাধারণ তাকে সংবর্ধনা দেয়ার প্রস্তৃতি নিচ্ছে।
মুসলমানদের কাছে পবিত্র কোরআন তেলোয়াত এবং হেফজ করা খুবই ভালো কাজ বিবেচিত হয়। আর পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ায় কোরআন চর্চা অনেক বেড়ে যায়। সারা দুনিয়ায় মুসলমানরা এই পবিত্র মাসে কোরআন সাধনায় মনোযোগী হয়ে পড়েন।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/