ইসলাম ডেস্ক: মহান আল্লাহ রমজান মাসকে গুনাহ মাফের মাস বলে আখ্যা দিয়েছেন। এ মাসে যে কোন আমলের সওয়াব অনেক বেশি। মহান আল্লাহ তায়ালা রোজাদার ব্যক্তিদের সওয়াব বাড়ানো আরো সহজ করে দিয়েছেন। যদি কোন ব্যক্তি সারাদিন রোজা রাখার পর পবিত্র ও হালাল জিনিস বিশেষ করে খোরমা দিয়ে ইফতার করে তাহলে তার নামাজের সওয়াব ৪০০ গুন বৃদ্ধি পাবে।
তাছাড়াও শরবত, হালোয়া, পানি, দুধ ইত্যাদি দিয়ে ইফতার করাও ভাল।
ইফতারের পূর্বে এই দোয়াটি পড়তে হবে:
اَللّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلى رِزْقِكَ اَفْطَرْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ.
হযরত আলী (আ.) যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পড়তেন:
بِسْمِ اللَّهِ اَللّهُمَّ لَكَ صُمْنا، وَعَلى رِزْقِكَ اَفْطَرْنا، فَتَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّميعُ الْعَليمُ.
প্রথম লোকমা মুখে দেয়ার সময় বলতে হবে:
بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرّحَيمِ يا واسِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْ لى.
সূরা ইন্না আনযালনাহু ও পড়ার কথা বলা হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/