বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:২১:০৪

প্রথমবারের মতো কোরআন নিয়ে মহাকাশে আমিরাতের নভোচারী

প্রথমবারের মতো কোরআন নিয়ে মহাকাশে আমিরাতের নভোচারী

ইসলাম ডেস্ক : পবিত্র আল-কোরআনের একটি কপি নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো সংযুক্ত আরব আমিরাত। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাত সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’ এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন দেশটির প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। আমিরাতের এই নভোচারী সাথে করে পবিত্র আল কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন।

এছাড়া পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সাথে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই নভোচারী আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে