ইসলাম ডেস্ক: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্থানে আছে রোজা। কালিমা ও নামাজের পরেই রোজার স্থান। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহ তায়ালার নির্দেষ মোতাবেক পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকে। কিন্তু চলার পথে রোজাদার ব্যক্তিরা অনেক সময় কিছু ভুল করে থাকে। যেগুলো আসলে ভুল নয়, তবুও রোজাদার ব্যক্তির মনে সংসয় তৈরি হয়। তাই জেনে নিন কোন ভুলগুলো করার পরেও আপনার রোজা নষ্ট হবে না।
০১. অনিচ্ছাকৃত গলার ভেতর ধুলা-বালি, ধোঁয়া অথবা মশা-মাছি প্রবেশ করা।
০২. অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করা।
০৩. অনিচ্ছাকৃত খুবই সামন্য পরিমাণে বমি আসা (মুখ ভরে নয়)।
০৪. ভুলক্রমে পানাহার করা।
০৫. সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর ঘ্রাণ নেয়া।
০৬. নিজ মুখের থুথু গলাধঃকরণ করা।
০৭. শরীর ও মাথায় তেল ব্যবহার করা।
০৮. ঠাণ্ডার জন্য গোসল করা।
০৯.মিসওয়াক করা। যদিও মিসওয়াক করার দরুন দাঁত থেকে রক্ত বের হয়। তবে শর্ত হলো গলার ভেতর না পৌঁছানো।
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/