ইসলাম ডেস্ক: আমরা চলার পথে অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকি। তখন সেই বিপদ থেকে একমাত্র আল্লাহ তায়ালা বাঁচালে বাঁচাতে পারেন। মহান আল্লাহ তায়ালা তার বান্দারা যাতে কোন ধরণে বিপদ-আপদের সম্মুখীন না হয় সেই জন্য জন্য পবিত্র কোরআনে কয়েকটি সূরা নাযিল করেছেন। যে সুরা গুলো পাঠ করলে মহান আল্লাহ ওই বন্দার উপর খুশি হয়ে তাকে সকল বিপদ থেকে মুক্ত করে।
সূরা ফালাক এবং সূরা নাস আল-কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি সম্পর্কে হাদীসে প্রত্যেক ফরয নামাযের পর তা পড়ার গুরুত্ব এসেছে। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সূরা এখলাস ও এই দুই সূরা পড়বে সে সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে। (জামে তিরমিযী, হাদীস : ২৯০৩; সুনানে আবু দাউদ,হাদীস : ১৫২৩; মুসনাদে আহমাদ, হাদীস : ১৯২৬৬)
২০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/