ইসলাম ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাসরা প্রদেশের ৯০ বছরের বৃদ্ধা হামাদিয়া জায়ায মুসা কোরআন হেফজ করে রেকর্ড করেছেন। ৯০ বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে তিনি প্রমাণ করলেন, মানুষের জীবনে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। ৬ বছর ধরে চেষ্টা করে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। এতো বয়সে এসে তিনি সকল কষ্টকে অতিক্রম করে সম্পূর্ণ কুরআন হেফজ করে রেকর্ড করেছেন।
বার্তা সংস্থা ইকনা জানায়, বাসরার দক্ষিণে আল-মুদাইনা অঞ্চলে ১৯২৯ সালে হামাদিয়া জায়ায মুসা জন্মগ্রহণ করেন। কোরআন হেফজ করার জন্য ইমাম হুসাইন (রা.)-এর মাজারের পক্ষ থেকে ‘পবিত্র কুরআনের এক হাজার হাফেজ এবং প্রশিক্ষণ’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি এই প্রকল্পে একজন সফল হাফেজ। এই প্রকল্পের ক্লাসে নিয়মিত উপস্থিত হয়ে তিনি ৯০ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, ইমাম হুসাইন (আ.)-এর মাজারের আওতাধীন দারুল কুরআনের প্রতিষ্ঠান প্রথম থেকেই কুরআন হেফজের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেছে। এ পর্যন্ত ইরাকের বিভিন্ন শহরের জনগণ এই প্রকল্পে অংশগ্রহণ করে ৪৬০০ জন নারী ও পুরুষ কুরআনের হাফেজ হয়েছেন।