ইসলাম ডেস্ক: মাত্র দুবছর এগার মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে তাসনিম তায়্যিবা (পুষ্প) নামে এক স্কুল শিক্ষার্থী। বগুড়ার ‘স্কুল অব দ্যা কুরআন’এর শিক্ষার্থী পুষ্প চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিন অল্প সময় ব্যয় করেই পুরো কুরআন মুখস্থ করে নেয় তাসনিম। এ উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল অব দ্যা কুরআন কর্তৃপক্ষ।
২০১৫ সালে বগুড়া শহরে প্রতিষ্ঠিত হয় ‘স্কুল অব দ্যা হলি কুরআন’। স্কুলশিক্ষার্থীদের কুরআন, আরবি ভাষা ও জরুরি মাসয়ালা-মাসায়েল শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। মাত্র চার বছরেই স্কুলশিক্ষার পাশাপাশি ৫ জন শিক্ষার্থী হাফেজ/হাফেজা হয়েছে। গত ১৭ অক্টোবর ওরাকাতুস সাহারা নামক পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক শিক্ষার্থী হাফেজা হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি মনোয়ার হুসাইন বলেন, ‘দেশে সব আছে, শুধু চরিত্রহীনতা প্রকট হয়েছে। চরিত্রবান আল্লাহভীরু মানুষ উৎপাদন খুবই দরকার। কুরআনের দাওয়াতকে ছড়িয়ে দিন।-ডেইলি বাংলাদেশ