ইসলাম ডেস্ক: চলার পথে আমরা প্রায় সবাই কম বেশি গুনাহ করে থাকি। যার জন্য পরকালে প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে। আবার কখনো কখনো এমন কিছু ভয়ঙ্কর গুনাহ করি যা তাওবা না করা পর্যন্ত মহান আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না।
যারা এমন আকাশ সমান গুনাহ করেছেন তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাকের ওই সাবধান বাণীকে মহানবী (সা.) ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। মহানবী (সা.) বলেছেন, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তোমাদের গুনাহ যদি পৃথিবী পরিমাণও হয় তবুও আল্লাহর সঙ্গে কোন কিছুর শরিক না করে ক্ষমা চাও। আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দেবেন। (ইমাম- নববীর ৪০ ও ৪২) অর্থ্যাৎ আল্লাহ রাব্বুল আল আমীনের সাথে অন্য কিছুর তুলনা বা শরিক করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না।