রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ০৭:৪৭:২০

সত্যবাদিতার পুরস্কার জান্নাত

সত্যবাদিতার পুরস্কার জান্নাত

ইসলাম ডেস্ক: ইরশাদ হয়েছে, ‘যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসুলের দিকে এসো। তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের যার ওপর পেয়েছি, তা-ই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানত না এবং সুপথপ্রাপ্ত ছিল না, তবু কী? (তারা তাদের প্রথা-প্রচলন ধরে রাখবে?)’ (সুরা মায়িদা, আয়াত : ১০৪)

সত্য পথে অবিচল থাকলে আল্লাহ রক্ষা করেন
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের দায়িত্ব তোমাদেরই ওপর। তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন, অতঃপর তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত করবেন।’
(সুরা মায়িদা, আয়াত : ১০৫)

 ঈসা (আ.) নিজেকে প্রভু দাবি করেননি
ইরশাদ হয়েছে, ‘যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম-তনয় ঈসা! তুমি কি মানুষকে বলেছিলে, তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাকে দুই উপাস্যরূপে গ্রহণ করো? সে বলবে, আপনি মহিমান্বিত! যা বলার অধিকার আমার নেই তা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তা বলতাম, তবে আপনি তা জানতেন। আমার অন্তরে কী আছে আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কী আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত।’ (সুরা মায়িদা, আয়াত : ১১৬)

মানুষের শাস্তি কামনা কোরো না
ইরশাদ হয়েছে, ‘আপনি যদি তাদের শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদের ক্ষমা করে দেন, তবে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’
(সুরা মায়িদা, আয়াত : ১১৮)

 সত্যবাদিতার পুরস্কার জান্নাত
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ বলবেন, আজ সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যকথনের জন্য উপকৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরদিন অবস্থান করবে। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই মহা সফলতা।’
(সুরা মায়িদা, আয়াত : ১১৯)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে