ইসলাম ডেস্ক: উসমান হামিদ বেইক-এর হাতে আঁকা অটোমান যুগের কুরআন প্রশিক্ষণের প্রতীকী আরেকটি চিত্রকর্ম ৪৫ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হয়েছে। কুরআন প্রশিক্ষণ নামে প্রসিদ্ধ এ চিত্রকর্মটি লন্ডনের নাজদ ওরিয়েন্টাল আর্ট গ্রুপের মালিকানাধীন ৪০টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ দামে নিলামে বিক্রি হয়েছে।
৪৫ লাখ পাউন্ডে বিক্রি হওয়া এ চিত্রকর্মটি বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা। গত মাসও উসমান হামিদ-এর ১৩৯ বছরের পুরো তথা ১৮৮০ সালে আঁকা এক নারীর কুরআন পড়ার একটি চিত্রকর্ম ৭৪ লাভ ডলারে বিক্রি হয়।
এ ছাড়াও এই নিলাম সেন্টারে ফ্রান্সের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী জাঁন লিওন জেরোম-এর ‘আরবিয়ান হর্সব্যাক ক্রসিং দ্য ডেজার্ট’ নামক একটি অঙ্কিত ছবি ৩১ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
জার্মানের বিখ্যাত চিত্রশিল্পী গুস্তাভ পাওরেনফাইন্ডের ‘ইয়াফার বাজার’ নামে প্রসিদ্ধ ছবিটি ৩৭ লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। আর এ যাবত কালের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে কুরআনুল কারিম প্রশিক্ষণের এ প্রতীকী চিত্রকর্মটি।