রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৯:৪৭:৫৭

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়ের একটি কোরআন পাওয়া গেছে

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়ের একটি কোরআন পাওয়া গেছে

ইসলাম ডেস্ক: আল্লাহর ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে ইসলামিক নবী মুহাম্মাদ (সঃ) এর কাছে মৌখিকভাবে কুরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়। দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কুরআন অবতীর্ণ হয়। কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মাদের (সঃ) বয়স ৪০ বছর। এবং অবতরণ শেষ হয় মুহাম্মাদের (সঃ) তিরোধানের বছর অর্থাৎ ৬৩২ খ্রিষ্টাব্দে।

সম্প্রতি, ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরীতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়ের একটি কোরআন পাওয়া গেছে। রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে কোরআনটি লেখার যে সময়কাল পাওয়া যায় তা অনুযায়ী তখন মহানবী জীবিত ছিলেন।

বর্তমানে জনসাধারণের দেখার জন্য এই কোরাআনটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই কোরআনের সাথে বর্তমান কোরআনের কোন পার্থক্য নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন। মুসলমানদের বিশ্বাস আল্লাহর এই বার্তা যা কিনা হযরত মোহাম্মদ (সাঃ) এর মাধ্যমে পৃথিবীতে মানুষের কল্যাণে অবতরণ হয়েছে।

বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যপ্রাচ্য বিষয়ে প্রাচীন গ্রন্থের সেকশনে পাওয়া গেছে মোহাম্মদ (সাঃ) এর এই কোরআন। যেটি কিনা কয়েকশ বছরে কারও নজরে আসেনি। কোরআনটি লেখার সময় নির্ধারণ করা হয়েছে ৫৭০ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। হযরত মোহাম্মদ (সাঃ) মারা যান ৬৩২ খ্রিস্টাব্দে।

এই তথ্য অনুযায়ী মহানবী (সাঃ) তখন বেঁচে ছিলেন। আরও ধারণা করা হয় নবী (সাঃ) এর ছয় ওহী লেখকের কারও হাতে এটি লেখা হতে পারে। কোরআনটির রেডিও কার্বন পরীক্ষা করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।

এই কোরআন খলীফা ওসমান (রাঃ) এর সময়ে ব্রিটেনে আসতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। কোরআনটি লিখতে ব্যবহার করা হয়েছে উটের ঘাড়ের চামড়া, পাথরের শ্লেট, খেজুরের পাতা। ইসলামের প্রথম যুগের এই কোরআন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ লাইব্রেরীর কর্মকর্তারা। পবিত্র এই গ্রন্থটি জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে