সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ নির্মিত হচ্ছে। ঝুলন্ত মসজিদ নির্মাণ করছে মক্কা রিয়েল এস্টেট কোম্পানি। মসজিদটি উচ্চতায় হবে ৫৩ তলা বিল্ডিংয়ের সমান। মক্কা রিয়েল এস্টেট কোম্পানির পরিচালক আনাস সালেহ সাইরাফি এ ঝুলন্ত মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেন। তার তথ্য মতে-
১/মসজিদটি ১৬১ মিটার উচ্চতায় নির্মিত হবে। ২/ঝুলন্ত এ মসজিদ থেকে পবিত্র কাবা শরিফের ৫ ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে।
৩/ কাবা শরিফের সঙ্গে এ মসজিদের ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয় করা হবে। ৪/ ঝুলন্ত এ মসজিদে আয়তন হবে ৪০০ বর্গ মিটার। ৪/ ২০০ মুসল্লি অনায়েসে এ মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে।