বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে শুক্রবার (১৫ নভেম্বর) নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইতিহাসে প্রথমবারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। ওই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অনেকেই তাদের সেলফোনে রেকর্ড করে রাখেন।
এই বিষয়ে মসজিদের মুখপাত্র নূরদীন উইল্ডম্যান তুর্কি বার্তাসংস্থা আনাদোলু বলেন, বিভিন্ন প্রক্রিয়া পেরিয়ে মাইকে আজান দেওয়ার ব্যবস্থা করতে দেরি হয়ে যায়। কিন্তু এরপরও আজান শুনে আমস্টারডামের মানুষজন অত্যন্ত আনন্দবোধ করছেন।
উইল্ডম্যান সংবাদমাধ্যমকে বলেন, নেদারল্যান্ডসের ৭% মসজিদে বছরের পর বছর ধরে মাইকে আজানের ব্যবস্থা রয়েছে। এবং মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান দেওয়াও হয়। কিন্তু রাজধানী আমস্টারডামে এই প্রথম আজান প্রচার করা হয়।
উরসুলা ভ্যান স্পর্নসেন নামে ভিন্ন ধর্মাবলম্বী একজন জানান, তিনি স্থানীয় বাসিন্দা। আজান শোনার জন্যই প্রথমবার এই মসজিদে আসেন। এটি শুনতে অনেক ভালো লাগছিল। উল্লেখ্য, নেদারল্যান্ডসজুড়ে প্রায় ৫০০টির মতো মসজিদ রয়েছে।