ইসলাম ডেস্ক: আল-কুরআন মানব জাতির কল্যাণের আলোর উৎস। মানুষের সঠিক পথের দিশা দিতে মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ আসমানী গ্রন্থ হলো আল-কুরআন। এটি সুদীর্ঘ তেইশ বছর যাবৎ বিভিন্ন সময় ও পরিস্থিতির আবর্তে মানুষের কল্যাণ সাধনের নিমিত্তে গাইড বুক হিসেবে নাযিল হয়েছে।
এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের বহু সংখ্যক ছাপানো ও হস্তলিখিত পাণ্ডুলিপি রয়েছে। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে আরবির পাশাপাশি বিভিন্ন ভাষায় অনূদিত সুন্দর ঝকঝকে ও উন্নতভাবে ছাপানো হচ্ছে পবিত্র কুরআনের অসংখ্য পাণ্ডুলিপি।
তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশ সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থা এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারের স্বার্থে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর কথা জানিয়েছে।
জানা যায়, পবিত্র কুরআনের এ সব পাণ্ডুলিপি সব বয়সের মানুষের উপযোগী করেই ছাপানো হবে। বিভিন্ন সাইজে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের কাগজে প্রিন্ট করা হবে এই এক কোটি পবিত্র আল-কুরআনের পাণ্ডুলিপি।