শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৫:৩৯

গির্জায় বেজে উঠল আজানের সুর!

গির্জায় বেজে উঠল আজানের সুর!

আজান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরধ্বনি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান প্রচারিত হয়। আজানের ধ্বনি মুমিনের মর্মে মর্মে বেজে ওঠে। আজান শুধু মুসলিম জাতি পছন্দ করেন এমনটা নয়। অনেক বিধর্মীরাও আজানের সুর পছন্দ করেন।

সম্প্রতি, সুইডেনের উত্তরাঞ্চলের একটি গির্জায় আজানের সুর বেজে উঠেছে। সেখানে একটি অনুষ্ঠানে গির্জার ভিতরে মুসলিমদের সম্মান জানাতে আজানের সুমধুর ধ্বনী বেজে উঠেছিলো।

জানা যায়, সুইডেনের পাজালা শহরের কুরপিলুম্বুলাম গির্জায় “ইউরোপীয় নাইট ফেস্টিভাল” শিরোনামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের এক প্রান্তে ‘মানবতার জন্য প্রার্থনা’ করার জন্য আজান দেয়া হয়।

আজান দেয়া প্রসঙ্গে চার্চের পরিচালক যাজক আকে নর্ডলুন্ডের বলেছেন, এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর মূল উদ্দেশ্য ধর্ম নির্বিশেষে শান্তির জন্য সাধারণ আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়ত কেউ কেউ এটিকে বিতর্কিত বলে ধারণা করতে পারে। তবে আমরা এর মূল্যায়ন করেছি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে