রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩০:৫৭

এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক গ্রামের সবাই

এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক গ্রামের সবাই

ইসলাম ডেস্ক : ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম। তাওহিদের স্বীকৃতি দিয়ে আল্লাহ্‌র প্রতি আত্মসমর্পণ করা, আল্লাহ্‌র প্রতি আনুগত্যের মাধ্যমে নতি স্বীকার করা, শিরক ও শিরককারীদের থেকে মুক্ত থাকা। যুগে যুগে অনেকেই ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন ফিলিপাইনের একটি গ্রামের সবাই।

জানা যায়, ফিলিপাইনের একটি গ্রামে প্রায় ২৫০ জন বসবাস করে। নভেম্বরের ১১ তারিখ তারা ইসলাম গ্রহণ করেছে বলে জানায় একাডেমিটি। মুসলিম স্বেচ্ছাসেবীদের একটি দল তাদের ইসলামের দাওয়াত দিলে পুরো গ্রামের মানুষ ইসলামে দীক্ষিত হয়।

তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে দেখা যায়, একসঙ্গে অনেক লোক লাইন ধরে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সমস্বরে কালিমা পড়ছে।

আইইআরএ জানিয়েছে, তাদের দায়িরা ফিলিপিন্স প্রদেশ সেবুতে বানতান দ্বীপের মদিনা মসজিদে গেলে, তাদের দাওয়াতে একজন ইসলাম গ্রহণ করে। তার রাখা হয় আবু বকর।

পরে আইইআরএ দলটি তখন বান্টায়ান দ্বীপের পাহাড়ি অঞ্চলে যায়, ও দাওয়াতের কাজ করে। স্থানীয় গ্রামবাসীদের সাথে দেখা করে তাদের ইসলাম সম্পর্কে বুঝায়।

সেখানের একটি গ্রামে পৌঁছে, ইসলামের বাণী শোনানো ও দাওয়াত দেয়ার পর তারা সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত প্রায় আড়াইশ জন খ্রিস্টান একত্রে ইসলাম গ্রহন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে