সুরা নাহল : চতুর্থ পর্ব-
প্রাণীদের প্রতিও আসে আল্লাহর নির্দেশনা: ইরশাদ হয়েছে, ‘আপনার প্রতিপালক মৌমাছির প্রতি নির্দেশ দিয়েছেন, ঘর তৈরি করো পাহাড়ে, গাছে এবং মানুষ যাতে বসবাস করে তাতে।’ (সুরা : নাহল, আয়াত : ৬৮)
অধীনস্থদের প্রতি সুবিচার করো: ইরশাদ হয়েছে, ‘আল্লাহ জীবনোপকরণে তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস-দাসীকে নিজেদের জীবনোপকরণ থেকে এমন কিছু দেয় না, যাতে তারা এই বিষয়ে তাদের সমান হয়ে যায়। তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে?’ (সুরা : নাহল, আয়াত : ৭১)
মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হবে: ইরশাদ হয়েছে, ‘আসমান ও জমিনের অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহর। কিয়ামতের ব্যাপারটি এক পলকের মতো; বা তার চেয়ে সত্বর। নিশ্চয়ই আল্লাহ সব কিছুতে সক্ষম।’ (সুরা : নাহল, আয়াত : ৭৭)
জ্ঞানেন্দ্রিয় আল্লাহর দান: ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় দান করেছেন। যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো।’ (সুরা : নাহল, আয়াত : ৭৮)
আল্লাহর অনুগ্রহ অস্বীকার কোরো না: ইরশাদ হয়েছে, ‘তারা আল্লাহর অনুগ্রহ চিনতে পেরেও তা অস্বীকার করে। তাদের বেশির ভাগ অবিশ্বাসী।’ (সুরা : নাহল, আয়াত : ৮৩)