শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৬:০৪

ইউক্রেনীয় ভাষায় প্রকাশিত হলো মহানবী (সা.) এর জীবনী

ইউক্রেনীয় ভাষায় প্রকাশিত হলো মহানবী (সা.) এর জীবনী

ইসলাম ডেস্ক: ইউক্রেনীয় ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন নিয়ে রচিত প্রথম বই প্রকাশ পেয়েছে। ৪২৪ পৃষ্ঠার এই বইটি রচনা করেছেন ত্বহা হুসাইন। ইউক্রেনের ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সা. এর সম্পূর্ণ জীবনীভিত্তিক এটাই সর্বপ্রথম বই।

একাধিক আন্তর্জাতিক আরবি গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিক্ষামূলকভাবে বইটি মাত্র ১ হাজার কপি ছাপানো হয়েছে। যেগুলো দেশটির মসজিদ সমূহের পাঠাগার ও ইউক্রেনে মুসলিমদের ঐক্যব'দ্ধ প্লাটফর্ম ‘উম্মাহ’র অফিসে পাওয়া যাবে।‘উম্মাহ’র অফিসিয়াল ওয়েবসাইটে নতুন বইটি সম্পর্কে জানানো হয়েছে, গ্রন্থটিতে লেখক শুধুমাত্র রাসূল সা. এর জীবন প্রসঙ্গে আলোচনা করেই খ্যা'ন্ত হননি; বরং তাঁর জন্মের পূর্বাপর নানা ঘট'না, তৎকালীন আরবি পরিবেশ পরিস্থি'তি নিয়ে বিস্তর আলোকপাত করেছেন।

পাঠক যেন মহানবী সা. এর ব্যক্তিত্ব থেকে শুরু করে পারিবারিক সামাজিক সর্বোপরি তাঁর রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পারেন এজন্য আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা ও পারিপার্শ্বিক নানা বিষয় উল্লেখ করেছেন বইয়ের পাতায় পাতায়।

মহানবী সা. এর আগমনে আরবজাতির জীবনের মো'ড় পরিবর্তন ও সামাজিক উ'ত্থানের রোমা'ঞ্চকর কাহিনিও সুনি'পুণভাবে উদ্ধৃ'ত করেছেন লেখক ত্বহা হুসাইন। এছাড়াও বইটিতে ইসলামের গুরুত্বপূর্ণ দু’টি জিহা'দ বদর ও উহুদে কাফেরদের অবস্থান, মুসলমানদের র'ণকৌশ'লের সচিত্র ম্যাপ অং'কিত রয়েছে।

‘আল ইখওয়ানুল মুসলিমুন’-এর আরবি ওয়েবসাইট থেকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে