সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:০৪:৪০

পাঁচ ওয়াক্ত নামাজ কিছুতেই ছাড়া যাবেনা: আল্লামা শফী

পাঁচ ওয়াক্ত নামাজ কিছুতেই ছাড়া যাবেনা: আল্লামা শফী

ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি, আল্লামা আহমদ শফি বলেন, নামাজ ক্বাজা করা যাবেনা। পাঁচ ওয়াক্ত নামাজ কিছুতেই ছাড়া যাবেনা। কোন মুসলমান যেন নামাজ ক্বাজা না করে এজন্য তিনি সতর্কতা উচ্চারণ করেন।

আল্লামা আহমদ শফি আজ (সোমবার) ৩ ফেব্রুয়ারী বাদ আসর কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

তিনি বলেন, নামাজে বরকত আছে। নামাজে সমাজ অশ্লীলতা মুক্ত হবে। তাই নিয়মিত নামাজ পড়তে হবে। তিনি বলেন, এক ওয়াক্ত নামাজ ক্বাজা করলে দুই কোটি ৮৮ লক্ষ বছর দোজখে শাস্তি ভোগ করতে হবে।

তিনি সকলের কাছে ওয়াদা নেন যাতে ঘরে কেউ বেনামাজী না থাকে। প্রয়োজনে শিক্ষক রেখে ঘরের বড় ছোট সবাইকে পাঁচ কলমা ও নামাজ শিক্ষা দেয়ার ব্যবস্থা করার পরামর্শ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে