ইসলাম ডেস্ক: গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে মুসলিমদের জনসংখ্যা। সম্প্রতি মুসলিমদের বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষাতে দেখা গিয়েছে, আগামী ২০৫০ সালের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশের তিনগুণ বেড়ে যাবে মুসলিমদের জনসংখ্যা। যা কিনা যথেষ্ট উদ্বেগের বলে মনে করছে মার্কিন গবেষণা সংস্থা।
যারা মূলত মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এই সমীক্ষা চালান। সমীক্ষাতে দেখা গিয়েছে, গত বছর ২০১৫ সাল থেকেই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুলসিমদের জনসংখ্যা। ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশেই বাড়ছে এই সংখ্যাটা। ফলে মনে করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৩০ কোটির বেশি৷
যদিও এর আগের এক সমীক্ষাতেও মেনে নেওয়া হয়েছিল যে ২০৫০ সালে বাড়বে মুসলিমদের জনসংখ্যা। সেই সময়েই দাবি করা হয় আগামী ২০৫০ সালের মধ্যে মুসলিমদের জনসংখ্যা দাঁড়াবে ৩০ কোটি। তবে সমীক্ষা বলে, বিশ্বে সবচেয়ে বেশি মুসলিমের বাস হবে ভারতে। সংস্থার চালানো সমীক্ষাতে উঠে এসেছে, ২০১০-এ সমগ্র দুনিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ১.৬ বিলিয়ন অর্থাত্ ১৬০ কোটি।
এই প্রবণতা বহাল থাকতে বর্তমান শতকের শেষে মুসলিমরা সংখ্যায় ছাড়িয়ে যাবে খ্রিস্টানদের। বলা হয়েছে, ইসলাম দুনিয়ায় সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। মার্কিন থিঙ্কট্যাঙ্ক সংস্থাটি বলেছে, একদিকে মুসলিমরা সংখ্যায় বাড়ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের অভিবাসন হচ্ছে। তার সঙ্গে যোগ করতে হবে ইসলামের নামে হিংসা, সন্ত্রাস ছড়ানো ইসলামিক স্টেট ও অন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে। সব মিলিয়ে অনেক দেশেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে মুসলিমরা, ইসলাম।
মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্ধমান ধর্মীয় গোষ্ঠী-এই শিরোনামে তৈরি রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে আমেরিকায় ছিল সব বয়সের ৩.৩ মিলিয়ন অর্থাত্ ৩৩ লক্ষ, যা মোট মার্কিন জনসংখ্যার প্রায় ১ শতাংশ। আর বর্তমানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ট্রেন্ড বা প্রবণতা একই থাকলে ২০৫০ নাগাদ আমেরিকার মোট জনসংখ্যার ২.১ শতাংশ হবে মুসলিমরা।
রিপোর্টে আরও বলা হয়েছে, মুসলিমদের একটা বড় অংশ, প্রায়. ৬২ শতাংশের বাস এশিয়-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে, যার মধ্যে পড়ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্কে। তবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম মানুষজন এখন থাকেন ইন্দোনেশিয়ায়।-কলকাতা২৪×৭