বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ১০:১৭:৫৯

হিন্দুদের হাতে নিপীড়নে অতিষ্ঠ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তামিলনাড়ুর ৩ হাজার মানুষ

 হিন্দুদের হাতে নিপীড়নে অতিষ্ঠ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তামিলনাড়ুর ৩ হাজার মানুষ

ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় এবার বর্ণবাদী হিন্দুদের হাতে নিপীড়নে অতিষ্ঠ হয়ে মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের তামিলনাডুর দলিত সম্প্রদায়ের ৩ হাজার মানুষ।

ইসলাম ধর্ম গ্রহণের কারণ হিসেবে তারা বলছেন, বর্ণবৈষম্য এবং অবিচার। তারা অন্যান্য হিন্দুদের মন্দিরে ঢুকে ইবাদত করতে পারে না। বর্ণ পরিচয়ের কারণে তারা দৈনিক হেনাস্থার শি'কার হচ্ছেন। তাদেরকে পাবলিক বাসে উঠতে দেয়া হয় না।

দলিত সম্প্রদায়ের লোকজন বলছেন, তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার মেট্টুপাল্যাম এলাকায় দলিত সম্প্রদায়ের কেউ যাতে তার জমিতে না যেতে পারে, সেজন্য ‘বৈষম্যের’ প্রাচীর নির্মাণ করেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

এ যেন দক্ষিণ আফ্রিকার এপার্থাইড ওয়াল। কিন্তু ডিসেম্বরের শুরুতে অতিবৃষ্টিতে প্রাচীর ধসে পড়ে দলিত সম্প্রদায়ের ১১ নারী ও ৩ শিশুসহ ১৭ জন নিহ'ত' হন।

দলিতদের সংগঠনের সাধারণ সম্পাদক ইলাভেনিল বলেন, ‘যে ব্যক্তি এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী তাকে ২০ দিনের মধ্যে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো। কিন্তু সংগঠনের সভাপতি নাগাই তিরুভল্লুয়ান গণতান্ত্রিক উপায়ে ন্যায় বিচার চাইতে গেলে তাকে আট'ক করা হয়।’

ইলাভেনিল বলেন, ‘নি'পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদেরকে কূপ থেকে পানি খেতে দেয় না। মন্দিরের ধারেকাছে যেতে দেয় না। রাস্তায় ধরে মা'র'ধ'র করে আবার মামলাও দেয়। আমাদেরকে বলা হয়েছে রাস্তায় যেন মোবাইল ফোনে কথা না বলি। কী ধরনের অমানবিক আচরণ এগুলো?’

শরৎ কুমার যিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেন, প্রাচীর ধসে যখন আমাদের ১৭জন মা'রা গেলেন। তখন স্থানীয় মুসলমানেরা তাদের সাহায্যে এগিয়ে আসে। ঘরে জায়গা দেয়। দলিতদের প্রশ্ন কোন হিন্দু তো আমাদের জন্য এগিয়ে এল না। তখন কোথায় ছিলেন হিন্দুরা। আমাদের পাশে এসে দাড়ায়নি কোন হিন্দু। হিন্দুরা আমাদেরকে মন্দিরে ঢুকতে দেয় না। অথচ আমি মুসলমান হবার পর ৫ টা মসজিদে গিয়েছি, কেউ বাধা দেয় নি। বর্ণ পরিচয়ের কারণে আর আমরা বৈষম্যের শিকার হব না। মুসলিম আত্মপরিচয় নিয়ে আত্মসম্মান নিয়ে বাঁচতে পারব। এটাই তাদের প্রত্যাশা।

আল্লাহ তাআলা ভারতের তামিলনাডুর দলিত সম্প্রদায়ের ৩ হাজার মানুষের মত পৃথিবীর আরও মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে