শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:০১:৩১

সৌদি বাদশাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হলেন এরদোয়ান

সৌদি বাদশাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হলেন এরদোয়ান

ইসলাম ডেস্ক : মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৌদি বাদশা সালমানকে পেছনে ফেলে এবার মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেলেন তিনি। এছাড়া পুরো বিশ্বের নেতাদের মধ্যে জনপ্রিয়তার বিচারে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

শুক্রবার গ্যালাপ ইন্টারন্যাশনালের জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদুলু এজেন্সি। ওই আন্তর্জাতিক জরিপের প্রকাশিত তথ্য মতে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। ৪৬ শতাংশ ভোট পেয়ে তিনি প্রথম অবস্থানে রয়েছেন। ৪০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোন এবং ৩৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আর চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩১ শতাংশ ভোট। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পাশাপাশি অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অপেক্ষাকৃত পেছনের দিকে থাকা সৌদি রাজা সালমান পেয়েছেন ২৫ শতাংশ ভোট এবং ইরানের প্রেসিডেন্ট রুহানি পেয়েছেন ২১ শতাংশ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে