ইসলাম ডেস্ক: ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়। ইসলামী বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ্ প্রেরিত সকল নবী ইসলামের বাণীই প্রচার করে গেছেন। যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় এবার একসঙ্গে ইসলাম গ্রহণ করলো ইন্দোনেশিয়ার ৩০০ জন মানুষ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, ৩০০ নওমুসলিমের সকলেই পুনরুজ্জীবনবাদে বিশ্বাসী ছিলেন। তাওতাওয়ানা উপজাতীয় সদ্য ইসলাম গ্রহণকারী এসব মানুষ মধ্য সুলাওসি দ্বীপের টোকালা পর্বতের বাসিন্দা।
এদিকে, তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার আল ফোরকান মসজিদে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে ৩০০ মানুষ একত্রিত হন- এসময় তাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়াবলি সম্পর্কে ধারণা দেয়া হয়। ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয়। এরপরই তারা সম্মিলিত কণ্ঠে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন।
আল্লাহ তাআলা ইন্দোনেশিয়ার ৩০০ জন মানুষের মত আরও অনেককে ইসলাম গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।