রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১৩:২১

ইংল্যান্ডের ক্যামব্রিজে ইউরোপের প্রথম ‘ইকো-মসজিদ’ চালু করলেন এরদোগান

ইংল্যান্ডের ক্যামব্রিজে ইউরোপের প্রথম ‘ইকো-মসজিদ’ চালু করলেন এরদোগান

ইসলাম ডেস্ক: তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের ক্যামব্রিজে কেন্দ্রীয় মসজিদটি চালু করেছেন। ইউরোপের প্রথম ইকো মসজিদটিতে সৌর প্যানেল, সহ সজ্জিত, গ্রীন এনার্জি ইত্যাদি সুবিধা বিদ্যমান।

আনাদোলু এজেন্সি অনুসারে এরদোগান বলেছিলেন, “আমি মনে করি যে এই মসজিদটি ইসলামবি’রোধীদের জন্য সর্বোত্তম জবাব হবে।”
তিনি আরও বলেন,”আমি বিশ্বাস করি যে এই মসজিদটি প্রথম মুহুর্ত থেকেই বৈষম্যের বি’রুদ্ধে সংহতির প্রতীক হয়ে উঠেছে, এটি শান্তির কেন্দ্র হিসাবে অবিরত থাকবে ।

ব্রিটিশ মুসলিম সংগীতশিল্পী ইউসুফ ইসলাম, যিনি পূর্বে ক্যাট স্টিভেনস নামে পরিচিত ছিলেন, তিনি মসজিদের পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন এবং বৃহস্পতিবার শুরুর দিকে এই উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন। তুরস্কের সরকার এবং কাতার জাতীয় তহবিল সহ বেশ কিছু দাতা সংস্থা মসজিদটির উন্নয়নে অবদান রেখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে