রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৮:২০

কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে মামুনুলদের

কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে মামুনুলদের

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দলের ফল বিশ্লেষণ করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ জন্য হয়ত কাঠগড়ায় দাড়াতে হচ্ছে মামুনুলদের। বাফুফে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কার্যনির্বাহী কমিটির সভায় আজমল আহমেদ তপনকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হারে বাংলাদেশ। সাফ ফুটবলে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর পর মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মামুনুল বাহিনী। ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে আগামী সোমবার ভুটানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আগের দিন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “সাফ ফুটবলে দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। কেন পারেনি তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। দলের ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।” দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন সাফ ফুটবলের এই আসর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পাওয়া মারুফুল হক। আর ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে