সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৯:২৫

নতুন কাপড় পরিধানের দোয়া

নতুন কাপড় পরিধানের দোয়া

এক্সক্লুসিভ ডেস্ক: আমরা বাজার বা কাপড়ের দোকান থেকে কাপড় কিনে অধিকাংশ সময়ই কোন দোয়া পাঠ না করেই পরিধান করি। এভাবে কাপড় পরিধানের যা ইসলামের দৃষ্টিতে মোটেও ঠিক নয়। নতুন কাপড় পরিধানের সময় কি করতে হবে তা আমাদের দীনের নবী হযরত মুহাম্মদ (সা.) বলে দিয়েছেন। আবু সাইদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল [সা] যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন, তখন তিনি কাপড়ের নাম উচ্চারণ করে (যেমন-পাগড়ি, কামীস, চাদর) দোয়া করতেন। আর সেই দোয়াাটিই তিনি উম্মতদের পাঠ করতে বলেছেন। বাংলা দোয়াটি হলো: হে আল্লাহ, তোমার জন্য যাবতীয় প্রশংসা, যেহেতু তুমিই আমাকে তা পরিধান করিয়েছো। আমি তোমার কাছেই এর মঙ্গল প্রার্থনা করছি। আরো কল্যাণ চাচ্ছি, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার। আর আমি এর যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (আবু দাউদ, হাদিস-৪০২২) ২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে