সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৫:০৫

আল্লাহ প্রেমিক মহিলা যে কারণে দামি পাথর দিয়ে দিলেন ভিক্ষুককে!

আল্লাহ প্রেমিক মহিলা যে কারণে দামি পাথর দিয়ে দিলেন ভিক্ষুককে!

ইসলাম ডেস্ক : যারা কারবালায় ইসলামের জন্য হাসিমুখে জীবন বিসর্জন দিয়েছিলেন তারা ছিলেন মানব-ইতিহাসের শীর্ষস্থানীয় রোজাদার ও নামাজি। কারবালায় শহীদ হওয়ার জন্য তাঁরা প্রতিযোগিতায় নেমেছিলেন এবং এ জন্য ইমামের একদল অনুসারী এতটাই ব্যাকুল ও আত্মহারা হয়েছিলেন যে তারা ইমামের দেখানো পথে হাজার বার নিহত হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন! অন্যদিকে আলী (আ.)' বিরোধী খারিজিরাও রাত জেগে নফল নামাজ পড়তো, কুরআন পাঠ করতো এবং রোজাও রাখত!

ইয়াজিদ বাহিনীর বেশিরভাগ সেনাও ছিল নামাজি ও রোজাদার! অথচ তাদের কুরআন-পাঠ এবং নামাজ-রোজায় প্রকৃত ইসলামের প্রাণ-সত্তার সামান্য ছোঁয়াও ছিল না! কারণ, তারা আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোভাবে চিনতে পারেনি। ফলে তারা প্রকৃত শিক্ষকদেরকে শিক্ষক হিসেবে মেনে নেয়নি। পরিণতিতে আল্লাহ ও বিশ্বনবী (সা.) এবং তাঁর পবিত্র আহলে বাইত তাদের কাছে গুরুত্ব পায়নি। তারা নামাজ ও রোজার মাধ্যমে হয় কেবলই অভিনয় করেছে অথবা মুর্খতার কারণে কাঁচকে হিরা মনে করেছে, আর আসল হিরাকে ভেবেছে কাঁচ। মোট কথা আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ- এ কথা কেবল মুখে মুখে বললেই হবে না, প্রতিটি মুহূর্তে নানা পরীক্ষায় তা প্রমাণ করতে হবে।

আমরা মহান আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেই না বলেই পাপের শিকার হই। এ প্রসঙ্গে একটি কাহিনী রয়েছে। একবার এক ভিক্ষুক পথে এক মহিলার কাছে ভিক্ষা চাইতে গেলো। মহিলার ব্যাগে ছিল টাকা-পয়সা ও দামী হীরা-জহরত । ভিক্ষুক সেসব দেখে বললো: ওই যে পাথরটা দেখা যাচ্ছে, আমাকে কি সেটা দেবেন? মহিলা বললেন: কেনো দেয়া যাবে না?! নিন এই পাথরটাই নিন।

বিস্মিত ভিক্ষুক পাথরটা হাতে পেয়েই দৌড় দিয়ে বহু দূরে চলে যায়। কারণ, সে ভাবছিল যে মহিলা হয়তো ভুল করে এতো দামী পাথরটা দিয়েছেন, তাই হয়তো আফসোস করবেন এবং আবার পাথরটা ফেরত চাইবেন। ভিক্ষুক ওই মহামূল্যবান পাথরটা নিয়ে গেলো জহুরির দোকানে। জহুরি বলল: এতো দেখছি খুবই দামী পাথর। ওটার যে দাম তা দিয়ে তোমার পরবর্তী ১৪ পুরুষের আর কিছুই করা লাগবে না।

জহুরি বেশ চড়া দামে পাথরটি কিনতে চাইলেও ভিক্ষুক কি যেন ভেবে তা ফেরত নিয়ে সেই দানশীলা মহিলাকে খুঁজে বের করে। ভিক্ষুক তাকে প্রশ্ন করে: আপনি এই মহামূল্যবান পাথরটা আমায় দান করে কি দুঃখিত নন? মহিলা হেসে বললেন: না, মোটেই দুঃখিত নই।

ভিক্ষুক বলল: আপনি কিভাবে এমন উদার মনের অধিকারী হয়েছেন- তা জানতে চাই? আপনার এই মনটাইতো অনেক বেশি দামী। আমিও এমন মনই অর্জন করতে চাই। এই পাথর আর চাই না। নিন, আপনার পাথর ফেরত নিন।

মহিলা পাথর ফেরত না নিয়েই অশ্রুসজল চোখে বললেন: দেখুন, আমি এ বিশ্ব-জগতে আল্লাহকেই সবচেয়ে বড় ও সবচেয়ে দামী মনে করি। তাই অন্য কোনো কিছু পেয়ে বা হারিয়ে আমি কখনও দুঃখিত বা আনন্দিত হই না। সবকিছুর মালিক তো তিনিই। তিনি ছাড়া অন্য সব কিছুই আমার কাছে খুবই তুচ্ছ বা মূল্যহীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে