সোমবার, ১১ মে, ২০২০, ১২:৪৪:৪০

হারাম শরীফে ব্যবহার করা হয় ‘উদ’ থেকে তৈরি বিশ্বের সবথেকে মূল্যবান সুগন্ধি

হারাম শরীফে ব্যবহার করা হয় ‘উদ’ থেকে তৈরি বিশ্বের সবথেকে মূল্যবান সুগন্ধি

ইসলাম ডেস্ক: উচ্চ মর্যাদার কারণে হারাম শরীফ দেখাশোনা করার দায়িত্বে থাকা জেনারেল প্রিজি ডেনিসের পক্ষ থেকে বিশ্বের সবথেকে মূলবান সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরে। আল আরাবিয়া খবরে বলা হয়, ‘উদ’ থেকে তৈরি করা এই সুগন্ধি কাবা ঘর, হজরে আসওয়াদ তথা কালো পথর, মুলতাজাম এবং কাবা শরীফের গেলাফে মাখানো হয়।

কাবা ঘরকে সুগন্ধযুক্ত রাখার জন্য ২৪ ঘন্টা সুগন্ধি স্প্রে ছিঁটানো হয় এবং দিনে ৫ বার মূল্যবান আতরটি মাখানো হয়।

হারামাইন কর্তৃপক্ষের মতে কাবা ও কাবার খামে সুগন্ধি মাখানো পুরস্কার তথা সওয়াব অর্জনের কাজ। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরে সুগন্ধি মাখানো তার পবিত্রতার অংশ। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, তাওয়াফকারীদের জন্য আমার ঘর পরিষ্কার করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে