সোমবার, ১১ মে, ২০২০, ০৩:০২:০৭

এবার বিশ্বের সবচেয়ে উত্তরের মসজিদটি নির্মাণ করতে চায় সুইডেন

এবার বিশ্বের সবচেয়ে উত্তরের মসজিদটি নির্মাণ করতে চায় সুইডেন

ইসলাম ডেস্ক: রাশিয়ার নর্ড কামাল মসজিদ সারাবিশ্বের মধ্যে সবচেয়ে উত্তরে অবস্থিত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইতেও সে অনুসারে জায়গা পেয়েছে মসজিদটির নাম। 

তবে সুইডেনের নরবটেন'স ইসলামিক সেন্টারের কর্মকর্তারা একেবারে ভিন্ন চিন্তা করছেন। সে দেশের উত্তরাঞ্চলের নরবটেন কাউন্টির লুলিয়া শহরে একটি মসজিদ নির্মাণ করতে চান তারা। সেখানকার জনবহুল এলাকা হার্ডসনে নির্মাণ করা হবে মসজিদটি। 

নরবটেন'স ইসলামিক সেন্টারের প্রধান হাসাম আহমাদ বলেন, এর আগে আমরা ভেবেছিলাম অনেক বেশি বাজেটে জাঁকজমকপূর্ণ মসজিদ সেখানে নির্মাণ করবো। অন্তত এক কোটি ডলার ব্যয়ে মসজিদ নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বর্তমানে তারা ভাবছেন, এক দশমিক দুই মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদটি নির্মাণ করবেন। 

সুইডেনের মুসলমানদের কাছ থেকে এজন্য অনলাইনে অর্থ তোলা হবে। সেই ফান্ডে যে কেউ চাইলে অর্থ দিতে পারবেন।  তবে সেই মসজিদটি একেবারে উত্তরাঞ্চলের মসজিদ হিসেবে জায়গা করে নিতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, রাশিয়ার নর্ড কামাল মসজিদের চেয়ে এটি দক্ষিণে অবস্থিত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে