মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৯:২৫

হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো

হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো

ইসলাম ডেস্ক: দু’দিনের এই দুনিয়ায় আমরা না জেনে না বুঝে কতই না অন্যায় করেছি। কখনো ছোট কখনো’বা অনেক বড় পাপে জড়িয়েছি। কিন্তু আমরা কখনো কী অনুশোচনায় ভুগেছি। সৃষ্টিকর্তার কাছে কখনো পাপ মোচনের জন্য ক্ষমা চেয়েছি কি?

যদি তা না করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকে এখনই তাওবা করে আল্লাহ তায়ালার কাছে মাফ চাওয়া উচিত। আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন। কারণ মহান আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল।

‘হে আল্লাহ তোমার মর্জি হলে আমাকে মাফ করো’ এমন বলা প্রসঙ্গে সহিহ হাদিসে আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন , لا يقل أحدكم اللهم اغفر لى إن شئتওاللهم ارحمنى إن شئت، ليعزم المسألة فإن الله لا مكره له. ‘‘তোমাদের মধ্যে কেউ যেন একথা না বলে, ‘হে আল্লাহ, তোমার ইচ্ছা হলে আমাকে মাফ করে দাও, ‘হে আল্লাহ, তোমার ইচ্ছা হলে আমাকে করুণা করো’।

বরং দৃঢ়তার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে। কেননা আল্লাহর উপর জবরদস্তী করার মত কেউ নেই।’’ (বুখারি) সহিহ মুসলিম শরিফে বর্ণিত আছে, وليعظم الرغبة فإن الله لا يتعاظمه شيئ أعطاه ‘‘আল্লাহর কাছে প্রার্থনা করার উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করা উচিৎ।

কেননা আল্লাহ বান্দাকে যাই দান করেন না কেন তার কোনটাই তাঁর কাছে বড় কিংবা কঠিন কিছুই নয়।’’ ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে