ইসলাম ডেস্ক : হাদীস শরীফে বলা হয়েছে, নবী করিম (সাঃ) হাসান এবং হুসাইনকে (রাঃ) কাছে পেলে সর্বদা এ দোয়া করতেন। …..أعوذ بكلمات الله التامات من উচ্চারণ : ‘আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানি ওয়া হাম্বা, ওয়া মিন কুল্লি আয়নীল লাম্মা’- সহিহ বুখারী : ৩০৭১
অর্থ : আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ কালেমা সমূহের আশ্রয় নিচ্ছি। শয়তানের প্ররোচনা এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। বি'ষধর সাপ এবং জন্তু জানোয়ারের হাত থেকে; ঐ চোখ যা থেকে মানুষের অকল্যাণ ও বদ নজর বর্ষিত হয়। যে চোখের চাহনিতে কল্যাণ নেই; আছে হিংসা, কোনো ভালোবাসা নেই। এসব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
ওলামায়ে কেরামগণ বলেছেন, কোনো ব্যক্তি যদি এ দোয়া পড়ে তার সন্তানদের গায়ে ফুঁ দেন। আল্লাহর কাছে আশ্রয় চান। তাহলে পৃথিবীর সকল আসমানি এবং জমিনি বালা থেকে তাদেরকে মহান আল্লাহতা’য়ালা হেফাজত করবেন। তারা সবাই নিরাপদে থাকবেন।