মিনহাজুল আবেদীন : রোববার ডিবিসি টিভির টকশোতে এ ইসলামি চিন্তাবিদ বলেন, টাকা-পয়সা ইনকাম করলে তার সঠিক সময়ে, পরিমাণ অনুযায়ী খাজনা, যাকাত ও ফিতরা দিতে হবে। পাওনাদারের ঋণ পরিশোধ করতে হবে।
তিনি বলেন, ইসলাম ব্যবসায়ীদেরকে আলাদা মর্যাদা দিয়েছে। তাদের সম্মানকে মহান আল্লাহতা’য়ালা উচ্চমাকামে স্থান দিয়েছেন। তবে তাদেরকে সৎ এবং মানুষের কল্যাণমূলক কাজ করতে হবে। তিনি বলেন, যারা অবৈধ পথে ইনকাম করে, মৃ'ত্যুর পর আল্লাহতা’য়ালা তাদের জন্য ক'ঠিন শাস্তির ব্যবস্থা করেছেন।
মো. মোস্তফা জামান বলেন, বিনা কারণে সম্পদ ব্যয় করা যাবে না । তবে তা করলেও অন্যের মুখাপেক্ষি হওয়া যাবে না। তিনি বলেন, কালোটাকা সাদা করা যাবে না। অন্যের টাকা ফাঁকি দেয়া যাবে না। কারণ কেয়ামতের দিন সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আরো বলেন, সব মানুষকে হালাল পথে উপার্জন করতে হবে। তাহলে সংসারে সুখ আসবে। সে দুনিয়াতে শান্তিতে থাকবে। পরকালেও তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে।