ইসলাম ডেস্ক: জান্নাত লাভের জন্য মহান আল্লাহ তায়ালা শেষ নবী (সা.)এর উম্মতদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। হাদিসে উল্লেখ আছে এমন ১টি দোয়া যেটা আমল করে মৃত্যু বরণ করলেই জান্নাতবাসী হওয়ার সুসংবাদ পাওয়া যাবে। হাদিসটি পবিত্র বুখারী শরীফের ২৯৯/৬ এর হাদিস নং ২৩৮৬ এ উল্লেখ আছে। শব্দ দুটি হলো ‘সায়্যিদুল ইস্তিগফা’
নবী করীম (সা.) বলিয়াছেন- যে ব্যক্তি দিনের বেলা এই ইস্তিগফার অন্তরে একীনের সহিত পড়িবে এবং ঐ দিনের সন্ধ্যা হইবার পূর্বে মারা যাইবে সে বেহেশতবাসী হইবে। তদ্রুপ যে ব্যক্তি রাত্রি বেলা তাহা পড়িবে এবং ঐ রাত্রে ভোর হইবার পূর্বে মারা যাইবে সে বেহেশতবাসী হইবে। [বুখারী:২৯৯/৬. হা.২৩৮৬]