বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৬:৪২

ভয়াবহ সুনামিতেও অলৌকিকভাবে যে মসজিদটি ছিল অক্ষত

ভয়াবহ সুনামিতেও অলৌকিকভাবে যে মসজিদটি ছিল অক্ষত

ইসলাম ডেস্ক : ২০০৪ সনেরে ২৬ সেপ্টেম্বরের সুনামির কথা তো সবারই জানা। স্মরণকালের ভয়াবহ এই সুনামি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সব কিছু ধ্বংস করে দিয়েছিল, তখন অলৌকিকভাবে সেখানে সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ছিল একটি মসজিদ। ইতিহাসের যে কোন স্মরনীয় ঘটনায় এক অলৌকিক বিষয়ের জন্ম, যা সাধারণ মানুষের চিন্তা ও ভাবনার উর্দ্ধে থাকে। এ সব অলৌকিক ও অস্বাভাবিক ঘটনার দর্শন ও নেপথ্য কারণ সম্পর্কে সঠিক কোন তথ্য দেয়া মানুষের সাধ্যের বাইরে। এমন অলৌকিক ও অস্বাভাবিক ঘটনার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি মসজিদ অক্ষত থাকার ঘটনাটি। প্রায় ১১ বছর পূর্বে ২০০৪ সনের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘটে যায় স্বরণকালের ভয়াবহ সুনামি। যে ট্রাজেডির প্রভাবে এ বিস্তীর্ণ দ্বীপের কয়েক লাখ মানুষ, হাজার হাজার ঘর-বাড়ী এমনকি জীব-জন্তুও বিনাশ হয়েছিল; কিন্তু এত কিছুর পর সেখানে একটি মসজিদ সম্পূর্ণ অলৌকিকভাবে অক্ষত ছিল। এ ঘটনাটি তখন সারা দুনিয়ার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এ মসজিদটি আজও সে দ্বীপের ভয়াবহ সুনামির স্মৃতিকে ধারণ করে আছে। ৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে