ইসলাম ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠে'কাতে লকডাউনের পথে হাঁটে সৌদি আরব। তবে দেশটিতে করোনা প'রিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় লকডাউন শিথিল করছে দেশটি। এরই মধ্যে লকডাউন শিথিল করার জন্য দুই ধাপের পদক্ষেপ ঘোষণা করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (২৮ মে) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রোববার (৩১ মে) থেকে প্রথম ধাপ শুরু হবে। এদিন সকাল ছয়টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মক্কা নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হওয়া যাবে।
এছাড়াও মসজিদুল হারামে শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
আগামী ২১ জুন থেকে দ্বিতীয় ধাপ শুরু হবে। সকাল ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসা থেকে বের হওয়া যাবে। জা'নাজা কিংবা বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবেন।