শুক্রবার, ০৫ জুন, ২০২০, ০৮:০৬:১৩

জান্নাত থেকে অবতীর্ণ হাজরে আসওয়াদ পবিত্র পাথরটি মহানবী নিজ হাতে স্থাপন করেন

জান্নাত থেকে অবতীর্ণ হাজরে আসওয়াদ পবিত্র পাথরটি মহানবী নিজ হাতে স্থাপন করেন

ইসলাম ডেস্ক : হাজরে আসওয়াদ। কালো রঙের প্রাচীন পাথর। যা পবিত্র কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ থেকে দেড় মিটার (চার ফুট) উঁচুতে অবস্থিত। ৬০৫ খ্রিস্টাব্দে মক্কার সব গোত্রের দ্বন্ধ নিরসন করে এটি প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা ঘরে স্থাপন করেন। কাবা শরিফ তাওয়াফের সময় প্রতিদিন অসংখ্য মানুষ এ পবিত্র পাথরটিকে চুম্বন করেন।

হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ‘হাজরে আসওয়াদ’ প্রথমে দুধ বা বরফের চেয়েও সাদা ও মসৃণ অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ করা হয়। অতঃপর আদম সন্তানের পাপে তা কলো হয়ে যায়।’ (তিরমিজি, মিশকাত)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে