শুক্রবার, ২৬ জুন, ২০২০, ০৯:১৮:৩১

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ থেকে প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি প্রচার

 বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ থেকে প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি প্রচার

ইসলাম ডেস্ক : করোনাভাইরাসের কারণে আলজেরিয়ায় নির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন হতে বিলম্বিত হচ্ছে। তবে উদ্বোধন হওয়ার আগেই আযাম নামের এই মসজিদ থেকে প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে। খবর ইকনা‘র।

এই বছর পবিত্র রমজান মাসে মসজিদুল আযাম উদ্বোধন হওয়ার কথা ছিল। ২০১২ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। হারামাইন শারিফাইন অর্থাৎ মসজিদুল হারাম ও মসজিদে নববী এর পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ।

এই মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে রয়েছে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার স্থানের উপর তিন তালা বিশিষ্ট গড়ি পার্কিংয়ের স্থান। সেখানে ৬ হাজার গাড়ি রাখা যাবে।

মসজিদের আওতাধীন ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল রয়েছে। যার মধ্যে একটি ১৫০০ আসন এবং অপরটি ৩০০ আসন বিশিষ্ট। এছাড়াও, ২ হাজার আসন ক্ষমতা সম্পন্ন এই লাইব্রেরি রয়েছে যার ২১ হাজার ৮০০ মিটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে