ইসলাম ডেস্ক : পবিত্র মক্কার গ্রান্ড মসজিদ হিসেবে পরিচিত মসজিদুল হারামের পরিচ্ছন্নকর্মী তিনি। তার কঠোর পরিশ্রমের জন্য বোনাস প্রস্তাব করেছিলেন মসজিদের প্রশাসন।
কিন্তু তিনি লোভনীয় আর্থিক বোনাস না নিয়ে অন্যরকম এক আবদার করে বসলেন। প্রশাসনের কাছে ওই পরিচ্ছন্নকর্মী বোনাসের বিনিময়ে হিজরে ইসমাঈল-এ নফল নামাজ আদায়ের অনুমতি দেয়ার অনুরোধ করেন তিনি, যা মূলতঃ পবিত্র কা’বা শরীফেরই অংশ।
অবশেষে প্রশাসনের অনুমতি সাপেক্ষে হিজরে ইসমাঈল-এ নফল নামাজ আদায় করেন ওই পরিচ্ছন্নকর্মী। যা আর্থিক প্রাপ্তির চেয়ে অনেক বড় অর্জন!